메뉴 건너뛰기

XEDITION

Board

ভোটার তথ্য যাচাই

FideliaCrouse297 2022.08.28 19:48 조회 수 : 0

নির্বাচনের আগে আপনার ভোটার তথ্য যাচাই করে নেওয়াটা খুবই দরকারী একটা কাজ। ঘরে বসে নিজে মোবাইলের মাধ্যমে সহজেই যে কোনো কারো ভোটার তথ্য দেখে করে নিতে পারেন সহজেই।

এজন্য আপনার দরকার হবে যার ভোটার তথ্য দেখতে চান তার ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ড।

ভোটার তথ্য যাচাই করার নতুন পদ্ধতি


 

ভোটার তথ্য যাচাই করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন ঃ



নিচে দেখানো পদ্ধতিতেই আপনারা ফরম বা ভোটার স্লিপ নাম্বার দিয়ে ভোটার তথ্য যাচাই করতে পারবেন না। তবে ন্যশনাল আইডি বা এন আই ডি কার্ড দিয়ে যাচাই করতে পারবেন।


১। প্রথমে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন


ভুমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক  করুন


২। প্রয়োজনীয় তথ্য পূরণ করুন


ভোটার তথ্য যাচাই করতে প্রথমে "মোবাইল নম্বর" এর ঘরে আপনার মোবাইল নাম্বার দিন। এরপর "জাতীয় পরিচয় পত্র" এর ঘরে আপনার  জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং "জন্ম তারিখ" এর ঘরে জন্ম তারিখ দিয়ে " পরবর্তী পদক্ষেপ " বাটনে ক্লিক করুন।


ভোটার তথ্য যাচাই


NID Details BD বা ভোটার তথ্য দেখুন

সঠিকভাবে ভূমি কর মন্ত্রণালয়ের নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ করে জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে নাম ও ছবিসহ ভোটার তথ্য দেখতে পাবেন। নিচে ওয়েব পেজ এর মত দেখতে পাবেন আপনার ভোটার তথ্য।


NID Check


জাতীয় পরিচয় পত্র যাচাই






আপনি যদি এর থেকে সহজ মাধ্যমে ভোটার তথ্য অনুসন্ধান বা যাচাই করতে চান তাহলে এসএমএস এর মাধ্যমে আপনার 10 সংখ্যার স্মার্ট কার্ডের তথ্য জানতে পারবেন 105 এ SMS করার মাধ্যমে।

 

আপনি কয়েকদিন আগে ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছেন কিন্তু ভোটার আইডি কার্ড পানি অথবা ভোটার আইডি কার্ডের তথ্য জানতে পারেননি এরকম হলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

 

নিবন্ধন স্লিপ দিয়ে ভোটার তথ্য দেখুন


যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু জাতীয় পরিচয় পত্র পাননি তারা ভোটার তথ্য যাচাই করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে New Massage ক্লিক করুন। একটা নতুন মেসেজ লিখা শুরু হবে, প্রথমে SC লিখুন তারপর স্পেস দিয়ে F লিখুন, তারপর স্পেস দিয়ে ভোটার নিবন্ধন স্লিপ এর সিরিয়াল নাম্বার লিখুন, তারপর স্পেস দিয়ে D লিখুন, তারপর স্পেস দিয়ে জন্মতারিখ লিখুন। এবার এই এস এম এস 105 নম্বরে পাঠিয়ে দিন।

 

উদাহরণ SC <space> F <space> xlxxxxxx <space> D <space> YY-MM-DD

 

এসএমএস এর মাধ্যমে ভোটার তথ্য দেখুন


 

আপনি যখন এসএমএস পাঠাবেন তখন আপনার তথ্য যদি সঠিক থাকে ভোটার ফরম স্লিপ যদি ঠিক থাকে তাহলে সর্বোচ্চ ২৪ ঘন্টার ভিতরে আপনার ভোটার তথ্য জানতে পারবেন আশা করি। এসএমএস send করার আগে আপনার মোবাইলে যথেষ্ট ব্যালেন্স আছে কিনা যাচাই করে নিন।

 

ভোটার তথ্য যাচাইয়ের পুরাতন পদ্ধতি :


১। নিচের লিংকে ক্লিক করুন।

ভোটার তথ্য যাচাই করুন

২। জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর এর ঘরে এন আই ডি নাম্বার দিন।

৩। জন্ম তারিখ এর ঘরে এন আই ডি কার্ডে উল্লেখিত জন্ম তারিখ দিন।

৪। এরপরে একটা ঝাপসা ছবি দেখতে পাবেন। ছবিতে যা লিখা আছে সেটা ছবির নিচের ঘরে লিখুন।

৫। "ভোটার তথ্য দেখুন" -এ ক্লিক করুন।

৬। পাশেই আপনার ভোটার নং, সিরিয়াল নং, জাতীয় পরিচয়পত্র নম্বর, পিন, ভোটার এলাকা ইত্যাদি দেখতে পাবেন।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ২০২২

জন্ম নিবন্ধন করুন ঘরে বসে
번호 제목 글쓴이 날짜 조회 수
7844 Wow KristianGeils2340 2022.09.05 0
7843 Best Friends Granddaughter MadeleineBucher3612 2022.09.05 0
7842 Berapa Modal Yang Dibutuhkan Untuk Main Judi Online? RubenEanes44421500 2022.09.05 0
7841 Bank Cash Loan ErinStines433808689 2022.09.05 0
7840 Your Dedicated, Dynamic Digital Marketing Agency ClaraWilfred993 2022.09.05 0
7839 MyCryptoOutlook2022: Blockchainking; S 2022 Forecast With The BitYard Contest And Giveaway. MaggieNiles96400 2022.09.05 0
7838 Low Carb Candida Diet - Connected With Fat And Protein Satiates The Hunger Lilah4507031851 2022.09.05 0
7837 Heathrow Apologises For Poor Service, Could Ask For More Flight Cuts LeonardoBlaze1053 2022.09.05 0
7836 Narkologi-moskvy.ru ITVKit937790748261693 2022.09.05 0
7835 VPBank CarlMiller13282 2022.09.05 0
7834 Furious Second Period Gives Devils Rare Win Over Rangers Damion64911637385455 2022.09.05 0
7833 Office Management Tips - Avoiding Competitiveness Among Workers Chastity64M760533887 2022.09.05 0
7832 Serious About Programming? 10 Reasons Why It's Time To Stop! ClariceSanjuan68990 2022.09.05 0
7831 California State Bar Will Probe Armenian Genocide Sufferer Funds JadaAllie007242648 2022.09.05 0
7830 Çoban & Çelik Regulation Office ClintTonga76929516 2022.09.05 0
7829 Voordelen Van Een Kat Laseraanwijzer IleneArchuleta44005 2022.09.05 0
7828 Tips For Adjusting In Order To Some New School IsiahHoff8641241 2022.09.05 0
7827 Star&apos;s Resigned Staff To Shoulder Blame MQHMilagro175598766 2022.09.05 0
7826 ISO Certified Companies In India JimCardoza965547 2022.09.05 0
7825 ROLAND WHITE Reviews Inside Tesco SamiraHostetler949 2022.09.05 0
위로